ভারত জোড়ো যাত্রার মধ্যেই খুনের হুমকি দেওয়া হল রাহুল গান্ধীকে। উড়ো চিঠিতে তাঁর প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার সকালে ‘ভারত জোড়ো যাত্রা’-র মিছিল মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশে ঢোকার আগেই এই হুমকি দেওয়া হয় রাহুল গান্ধীকে। ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যপ্রদেশ পুলিশ। চিঠিতে এই হুমকির কোনোও কারণ উল্লেখ করা হয়নি।পুলিশ সূত্রে খবর, ইন্দোরের জুনি থানা এলাকায় একটি মিষ্টি দোকানের বাইরে হিন্দিতে লেখা একটি চিঠি পাওয়া গিয়েছে। সেই চিঠিতে বোমা দিয়ে রাজীব-পুত্রকে খুন করার হুমকি দেওয়া হয়েছে। রাহুল গান্ধী ইন্দোরে ঢুকলেই তাঁকে হত্যা করা হবে বলে চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>