Sambad Samakal

Debasis Kumar: বাঙালি পোশাকে বিশ্ব সম্মেলনে কী বার্তা ‘মমতার দূত’ বিধায়ক দেবাশিস কুমারের?

Nov 21, 2022 @ 2:10 pm
Debasis Kumar: বাঙালি পোশাকে বিশ্ব সম্মেলনে কী বার্তা ‘মমতার দূত’ বিধায়ক দেবাশিস কুমারের?

পোশাক থেকে সংস্কৃতি, আদ্যপ্রান্ত বাঙালি তিনি। সুদূর মিশরে বিশ্ব সম্মেলনের মঞ্চেও নজর কাড়লেন নিজের বাঙালিয়ানায়। বরাবরের মতো বাঙালি পোশাক পাজামা-পাঞ্জাবীতেই নিজেকে সাজিয়ে বিশ্বের দরবারে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে। মুগ্ধ করলেন রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরেসা, অমর্ত্য সেনের কথা শুনিয়ে। তিনি রাসবিহারীর বিধায়ক, তথা কলকাতার মেয়র পারিষদ দেবাশিস কুমার। তাঁর সুচারু উপস্থাপনায় রাষ্ট্রসংঘের জলবায়ূ পরিবর্তন-এর বিশ্ব সম্মেলনে ভূয়সী প্রশংসিত হল বাংলার মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সবুজ-প্রীতি’।

শনিবার শেষ হয়েছে মিশরে আয়োজিত জলবায়ু বিশ্ব সম্মেলন। আর তারপর রবিবার রাতেই মিশর থেকে কলকাতায় ফিরেছেন বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার। মিশরের ‘শার্ম আল শেখ’ শহরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর হাত ধরে উদ্বোধন হওয়া জলবায়ু বিশ্ব সম্মেলনের এই মঞ্চে গোটা পৃথিবীর কাছে কী বার্তা তুলে ধরলেন বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার? তিনি জানান, বাংলা তথা কলকাতায় দূষণ রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেছেন বিশ্ব দরবারে। জানিয়েছেন, এবছর কলকাতার নজর বিহীন দূষণহীন দীপাবলির কথাও। দেশ তথা জাতীয় নেত্রী হয়েও মাইলের পর মাইল পায়ে হেঁটে দূষণ রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক ভাবে নাগরিক সচেতনতা তৈরির নিরলস চেষ্টা থেকে শুরু করে শহর জুড়ে সবুজায়নের কথা তুলে ধরেন দেবাশিস কুমার। বিশ্ব সম্মেলনের মঞ্চে বাংলা তথা কলকাতার হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়ে দেবাশিস কুমার জানিয়েছেন, মুখ‌্যমন্ত্রী ও মা-মাটি-মানুষ সরকারের তরফে বাংলায় গত ১১ বছরে সবুজায়নের তথ‌্য। আমফান পরবর্তী সময়ে দূষণ রুখতে মুখ‌্যমন্ত্রীর নির্দেশে মাত্র এক বছরে শহরে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার গাছ বিলির কথা যেমন তুলে ধরেছেন সারা বিশ্বের কাছে, তেমনই জানিয়েছেন ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে শহরে আরও ১ লক্ষ ২৫ হাজার গাছ বসানোর পরিকল্পনার কথাও। সম্মেলনে দেবাশিস কুমার জানান, “বালিগঞ্জ ফাঁড়ি, যোধপুর পার্ক-সহ কলকাতার রাস্তার পাশে পরিবেশ বান্ধব গ্রিণ-ভার্জ বসেছে। ৪,৫০০ বর্গমিটারে ৩৮ হাজার বিশেষ প্রজাতির বৃক্ষসৃজন হয়েছে। মধ‌্য কলকাতায় বউবাজারে পথ-পার্শ্বস্থ বাগানে দূষণহীন সোলার আলো বসছে।”

বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, মিশরের এই বিশ্ব সম্মেলনে উচ্চ প্রশংসিত হয়েছে পরিবেশ দিবসে সবুজায়ন নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে মুখ্যমন্ত্রীর পথে নামার কথা। আমফান পরবর্তীতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত কলকাতা তথা দক্ষিণবঙ্গে দ্রুত বৃক্ষসৃজনের জন‌্য বাংলার মুখ্যমন্ত্রীর উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন মিশরের ‘শার্ম আল শেখ’ শহরে চলা জলবায়ু পরিবর্তন সম্মেলনের পরিবেশবিদরা।

Related Articles