Sambad Samakal

Fuego Volcano: হঠাৎই জেগে উঠল গুয়েতেমালার ‘ফুয়েগো’ আগ্নেয়গিরি, লাগাতার লাভা উদ্গীরণ

Dec 12, 2022 @ 11:00 am
Fuego Volcano: হঠাৎই জেগে উঠল গুয়েতেমালার ‘ফুয়েগো’ আগ্নেয়গিরি, লাগাতার লাভা উদ্গীরণ

হঠাৎই জেগে উঠতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ঘুমন্ত আগ্নেয়গিরিগুলি। চিলির পরে এবার
নতুন করে লাভা উদগীরণ শুরু করল মধ্য আমেরিকার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। রবিবার রাত থেকে গুয়াতেমালার ‘ফুয়েগো’ আগ্নেয়গিরির ক্রমাগত লাভা এবং ছাই নিঃসরণের ফলে বিমানবন্দর ও হাইওয়ে বন্ধ করে দিতে হয়েছে প্রশাসনকে।

স্প্যানিশ ভাষায় ‘ফুয়েগো’ আগ্নেয়গিরির অর্থ হল আগুন। আগ্নেয়গিরির ওপরের আকাশেও লাভা ও ছাই নজরে পড়ছে। এমনকী ৩৫ কিলোমিটার দূরে গুয়াতেমালা শহরেও ছাই উড়ে পড়ছে।
আগ্নেয়গিরির আশেপাশে ৬ কিলোমিটার পর্যন্ত এলাকায় সাধারণের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

Related Articles