Sambad Samakal

Kolkata HC: লালন শেখের মৃত্যুর দায় কার? সিবিআই তদন্ত প্রসঙ্গে কী মত হাইকোর্টের?

Dec 16, 2022 @ 2:15 pm
Kolkata HC: লালন শেখের মৃত্যুর দায় কার? সিবিআই তদন্ত প্রসঙ্গে কী মত হাইকোর্টের?

বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যুর ঘটনায় এবার কড়া পর্যবেক্ষণ শোনালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। এদিন অনুব্রত মামলার শুনানি চলাকালীন লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যুর প্রসঙ্গ উঠে আসে। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “যে কোনও অস্বাভাবিক মৃত্যুর পরে এফআইআর দায়ের আবশ্যিক। ফলে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক সহ অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে সিআইডি ভুল কিছু করেনি।”

এরসঙ্গেই বিচারপতি বাগচী বলেন, “সিবিআই হেফাজতে মৃত্যু কোনও সাধারণ ঘটনা নয়। আত্মহত্যা হলেও সেই দায় তদন্তকারী সংস্থারই। বিচারাধীন বন্দির ওপর নজর রাখা তদন্তকারী সংস্থারই কাজ।” সিবিআইয়ের আইনজীবীর আবেদনের ভিত্তিতে, বিচারপতি জয়মাল্য বাগচী এও জানান, যেহেতু সিবিআইের তদন্তকারী আধিকারিকরা অন্য অনেক গুরুত্বপূর্ণ মামলার সঙ্গে যুক্ত, তাই এখনই তাঁদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবেনা সিআইডি।

Related Articles