ছক ছিল খিদিরপুরে গোপন বৈঠক করে হামলার নীল নকশা তৈরির। শুধু তাই নয়, ‘অপারেশন’ সফল করতে আগ্নেয়াস্ত্র জোগাড়ের পরিকল্পনাও ছিল। কিন্তু সব পরিকল্পনায় জল ঢেলে দিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। দ্বিতীয় হুগলি সেতু থেকে ধাওয়া করে টিকিয়াপাড়ায় জঙ্গি সন্দেহে দুই জনকে গ্রেফতার করল পুলিশ। অবাক হওয়ার বিষয়, ধৃতদের একজন আলিয়া বিশ্ববিদ্যালয়ের এমটেকের ছাত্র। নাম মহম্মদ সাদ্দাম। অন্যজনের নাম সায়াদ আহমেদ। ধৃতদের বিরুদ্ধে জেহাদি কাজকর্মে যুক্ত থাকার প্রমাণ মিলেছে বলে প্রাথমিক তদন্তে দাবি পুলিশের। ধৃতদের ১৯ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>