Sambad Samakal

Bank Notes: বিশ্বের বৃহত্তম ব্যাঙ্ক নোট কোনটি জানেন?

Feb 16, 2023 @ 10:19 pm
Bank Notes: বিশ্বের বৃহত্তম ব্যাঙ্ক নোট কোনটি জানেন?

সময়ের সঙ্গে সঙ্গে আকার কমেছে ব্যাঙ্ক নোটেরও। বছর খানেক আগেও যে আকারের ৫০০ টাকার নোট ছিল, বর্তমানে ছোট হয়ে গিয়েছে সেই নোটের আকার। শুধু ভারতে নয়, এই ট্রেন্ড রয়েছে গোটা বিশ্ব জুড়েই। তবে যদি একটি ব্যাঙ্ক নোটের আকার হয় এ-ফোর মাপের পেজের থেকেও বড়!

অবাক হলেও সত্যি! এমনই আজব নোট চালু করেছিল ফিলিপিনস সরকার। ১৯৮৮ সালে স্প্যানিস শাসন থেকে মুক্তির শতাব্দী উদযাপন করতে ওই বিশেষ নোটটি প্রকাশ করেছিল সে দেশের জাতীয় ব্যাঙ্ক। নোটটির আয়তন ছিল আইনি কাগজের সমান। ফিলিপিন্সের ওই নোটটির মূল্য ছিল ১ লক্ষ পেসো।

Related Articles