Sambad Samakal

Supreme Court: আদানি ইস্যুতে খবর করতে পারবেনা সংবাদমাধ্যম! কী জানাল সুপ্রিমকোর্ট?

Feb 24, 2023 @ 5:18 pm
Supreme Court: আদানি ইস্যুতে খবর করতে পারবেনা সংবাদমাধ্যম! কী জানাল সুপ্রিমকোর্ট?

আদানি গোষ্ঠী সম্পর্কে হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসতেই ধস নেমেছে শেয়ারবাজারে। আর সেই বিষয়ে লাগাতার খবর করে চলেছে গোটা দেশের সংবাদমাধ্যম। এর বিরুদ্ধেই দেশের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। তাঁর দাবি ছিল, আদানি গোষ্ঠী সম্পর্কে খবর করতে সংবাদমাধ্যমকে নিষেধ করা হোক। কারণ এতে উত্তেজনা তৈরি হচ্ছে।

শুক্রবার সেই আর্জি খারিজ করে দিয়ে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সাফ জানিয়ে দিলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘন করার পক্ষে কখনই রায় দেওয়া যায় না। আবদেনকারী আইনজীবী এম এল শর্মার আবেদন ছিল, শীর্ষ আদালতে বিচারাধীন রয়েছে আদানি-হিন্ডেনবার্গ মামলা। তাই চূড়ান্ত রায় না আসা পর্যন্ত সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রিত করা হোক। যদিও এই যুক্তি মানতে পারেনি সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতি জানিয়েছেন দ্রুত এই মামলার রায়দান করবে সুপ্রিমকোর্ট।

Related Articles