Sambad Samakal

Group D : গ্রুপ ডির ১৯১১ শূন্যপদে আপাতত কাউন্সেলিং নয়! অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের

Mar 3, 2023 @ 2:24 pm
Group D : গ্রুপ ডির ১৯১১ শূন্যপদে আপাতত কাউন্সেলিং নয়! অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের

গ্রুপ ডির ১৯১১ শূন্যপদে আপাতত কাউন্সেলিং নয়! অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়ে জানিয়ে দিল শীর্ষ আদালত। শুক্রবার বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চ সিবিআইকে এই মামলায় মামলায় পার্টি করার নির্দেশও দিয়েছেন। মার্চের শেষে অথবা এপ্রিলের গোড়ায় সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা।

উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি ২০১৬’র SSC গ্রুপ D’র OMR শিট দুর্নীতি মামলায়, ১ হাজার ৯১১ জন “অযোগ্য” গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরিহারা গ্রুপ ডি কর্মীরা। তবে এদিন শূন্যপদে কাউন্সেলিংয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও চাকরি বাতিলের নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত।

Related Articles