Sambad Samakal

Mamata On DA Protest: “মুন্ডু কেটে নিলেও এর বেশি ডিএ পাবেন না”, বিক্ষোভকারীদের কী বার্তা মুখ্যমন্ত্রীর?

Mar 6, 2023 @ 6:55 pm
Mamata On DA Protest: “মুন্ডু কেটে নিলেও এর বেশি ডিএ পাবেন না”, বিক্ষোভকারীদের কী বার্তা মুখ্যমন্ত্রীর?

ন্যায্য ডিএ’র দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এমনকী আগামী ১০ তারিখ আন্দোলনের ঝাঁঝ বাড়াতে ধর্মঘটেরও ডাক দিয়েছেন তারা। এই পরিস্থিতিতে সোমবার বিধানসভা থেকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমার মুন্ডু কেটে নিলেও, এর বেশি ডিএ পাবেন না।”

মমতার প্রশ্ন, “আর কত চাই? কত দিলে সন্তুষ্ট হবেন? প্রয়োজনে আমার মুন্ডুটা কেটে নিন। তাহলে যদি আপনারা সন্তুষ্ট হন। আমাকে যদি পছন্দ না হয়, মুন্ডুটা কেটে নিন। কিন্তু এর থেকে বেশি আমার কাছে পাবেন না।” এরসঙ্গেই মমতা বলেন, “দেশের মধ্যে বাংলাই একমাত্র রাজ্য যেখানে অবসরপ্রাপ্তদের পেনশন দেওয়া হয়। তাহলে কি পেনশন বন্ধ করে দেব? পেনশন না দিতে হলে রাজ্য সরকারের হাতে অনেক অনেক টাকা থাকবে। আমরা ডিএ দিতে পারব।”

ডিএ আন্দোলনকারীদের প্রতি মুখ্যমন্ত্রীর সওয়াল, “রাজ্য সরকার যতটা সম্ভব দিচ্ছে। ডিএ বাধ্যতামূলক নয়। কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের স্কেল আলাদা, এটা’তো মানতে হবে। রাজ্য সরকারি কর্মীচারীরা ছুটিও পান অনেক বেশি। দু’টোকে গুলিয়ে দিলে’তো চলবে না।”

Related Articles