Sambad Samakal

CBI: সিবিআই দফতরে ‘কালীঘাটের কাকু’, কী কারণে তলব?

Mar 15, 2023 @ 11:22 am
CBI: সিবিআই দফতরে ‘কালীঘাটের কাকু’, কী কারণে তলব?

বুধবার সকালে নিজাম প্যালেসের সিবিআই দফতরে উপস্থিত হলেন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র। জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যই এদিন তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি। দু’জন আইনজীবীকে নিয়ে এদিন তিনি সিবিআইয়ের দফতরে প্রবেশ করেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “কেন সিবিআই ডেকেছে জানিনা। কোনও নোটিশ দেয়ননি। হাতে লেখা একটা কাগজ বাড়িতে দিয়ে এসেছিল। সেই দেখেই অসুস্থ শরীরেও এসেছি। তাও বলা হবে তদন্তে সহযোগিতা করছি না।”

এরপরেই নিজাম প্যালেসের সিবিআই দফতরে তিনি ঢুকে যান। সেখানেই তাঁকে তদন্তকারী আধিকারিকরা জেরা করবেন বলে খবর। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে গোপাল দলপতি ও তাপস মণ্ডলের মুখে প্রথম শোনা যায় ‘কালীঘাটের কাকু’ বা সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। নিয়োগ দুর্নীতির টাকা কুন্তল ঘোষ ‘কালীঘাটের কাকু’কে পাঠাত বলে অভিযোগ করেছিলেন গোপাল দলপতি ও তাপস মণ্ডল।

Related Articles