Sambad Samakal

Mamata: কবে থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন? কী জানালেন মুখ্যমন্ত্রী?

Mar 15, 2023 @ 5:02 pm
Mamata: কবে থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন? কী জানালেন মুখ্যমন্ত্রী?

ঘোষণা হয়ে গেল চলতি বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দিনক্ষণ। বুধবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন
আগামি ২১ থেকে ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। আর তার আগেই জোরদার প্রচার অভিযানের ঘোষণাও করলেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রচারে বিভিন্ন রাজ্যে ৮-৯টি পদযাত্রা বা প্রচার সভা আয়োজিত হবে। চেম্বার অফ কমার্সকে শরিক করা হবে এই বাণিজ্য সম্মেলনে। আগেরবারের সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এসেছিলেন, এবারও সেই একই ব্যবস্থাপনা থাকছে।

বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রচারের জন্য পৃথকভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন বাণিজ্য সংস্থাকে। যেমন, মুম্বইয়ে শিল্প সম্মেলনের প্রচারের দায়িত্বে থাকছে ফিকি, চেন্নাইয়ের দায়িত্বে থাকছে সিআইআই, দিল্লির দায়িত্বে থাকছেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, কর্ণাটকের দায়িত্বে ইন্ডিয়ান চেম্বার্স ও রাজস্থানের দায়িত্বে উমেশ-হর্ষ-রুদ্ররা।

Related Articles