Sambad Samakal

CBI: রাজ্যের বিরুদ্ধে ‘অসহযোগিতা’র অভিযোগ! আদালতের কী দাবি সিবিআইয়ের?

Mar 30, 2023 @ 11:41 am
CBI: রাজ্যের বিরুদ্ধে ‘অসহযোগিতা’র অভিযোগ! আদালতের কী দাবি সিবিআইয়ের?

কোচবিহারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ের ওপরে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার সেই মামলায় রাজ্য পুলিশের বিরুদ্ধে ‘অসহযোগিতা’র অভিযোগে আদালতের দারস্থ হল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। প্রধান বিচারপতির এজলাসে তাদের দাবি, ওই ঘটনার অভিযোগপত্র সহ কোনও নথিই হস্তান্তর করছেনা রাজ্য পুলিশ। এরফলে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছেনা।

অন্যদিকে, রাজ্যের অ্যাডভেকেট জেনারেল জানান, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হচ্ছে। তাই এখনও কোনও নথি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়নি। সবপক্ষের কথা শোনার পরে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নিজের পর্যবেক্ষণে জানান, যতক্ষণ না পূর্ববর্তী রায়ের ওপরে উচ্চ আদালত কোনও স্থগিতাদেশ দিচ্ছে, ততক্ষণ আগের রায়ই বহাল থাকে। ফলে সেই রায়ের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত।

Related Articles