রেড রোডের ধর্না মঞ্চ থেকে বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে দেশকে বিক্রি করে দেওয়ার অভিযোগ আনলেন তিনি। বললেন, “দেশের একের পর এক সংস্থা বিক্রি করে দেওয়া হচ্ছে কয়েক জনের কাছে।” এর বিরুদ্ধে এককাট্টা প্রতিবাদের আহ্বান জানান বাংলার মুখ্যমন্ত্রী।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>