ইডি বা সিবিআই ভগবান নয়। অনুব্রত ইস্যুতে সুর চড়িয়ে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাওড়ার শিবপুরে রামনবমীর মিছিল ঘিরে সংঘর্ষের ঘটনা নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই সুর চড়ালেন অনুব্রত ইস্যুতেও। বুঝিয়ে দেন, ইডি বা সিবিআই কাউকে গ্রেফতার করেছে মানেই তাঁর দোষ প্রমাণ হয় না।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>