Sambad Samakal

Weather: রাজ্যজুড়ে প্রবল দুর্যোগের পূর্বাভাস, ঝড়-বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

Apr 1, 2023 @ 9:01 am
Weather: রাজ্যজুড়ে প্রবল দুর্যোগের পূর্বাভাস, ঝড়-বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

শনিবার সকাল থেকেই মুখ ভার আকাশের। মধ্যরাতে প্রবল ঝড়-বৃষ্টির পরে সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমাঞ্চল ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়াও। ঝড়-বৃষ্টির প্রভাবে এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় থাকবে।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৩ শতাংশ।

Related Articles