Sambad Samakal

Harry Belafonte: নক্ষত্রপতন! বিদায় নিলেন ‘জামাইকান ফেয়ারওয়েলে’র স্রষ্টা হ্যারি বেলাফন্টে

Apr 25, 2023 @ 8:32 pm
Harry Belafonte: নক্ষত্রপতন! বিদায় নিলেন ‘জামাইকান ফেয়ারওয়েলে’র স্রষ্টা হ্যারি বেলাফন্টে

বিশ্ব সংগীত জগতে নক্ষত্রপতন! মঙ্গলবার প্রয়াত হলেন কিংবদন্তী সংগীতশিল্পী হ্যারি বেলাফন্টে। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। জানা যাচ্ছে, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল হ্যারি বেলাফন্টের।

১৯২৭ সালের ১ মার্চ আমেরিকার নিউ ইয়র্ক শহরে বেলাফন্টের জন্ম হয়েছিল। আমেরিকান-ক্যারেবিয়ান পপ স্টার হিসেবে সাফল্যের চূড়ায় পৌঁছেছিলেন তিনি। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনটি গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন বেলাফন্টে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অভিনয়ও করেছিলেন তিনি।

কালো মানুষের অধিকার রক্ষার জন্য আজীবন নিজের সৃষ্টির মাধ্যমে লড়াই করে গিয়েছেন তিনি। বিশ্বের সমস্ত শোষিত মানুষের কাছে এক আবেগের নাম ছিল হ্যারি বেলাফন্টে। কিংবদন্তি পল রবসনকে পেয়েছিলেন নিজের মেন্টর হিসেবে। তাঁর রচিত ‘জামাইকান ফেয়ারওয়েল’, ‘দ্য ব্যানানা বোট সং’, ‘জাম্প ইন দ্য লাইন’ আজও গোটা বিশ্বজুড়ে সমাদৃত হয়।

Related Articles