Sambad Samakal

Recruitment Scam: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা গেল কোন বেঞ্চে? কী নির্দেশ হাইকোর্টের?

May 2, 2023 @ 5:33 pm
Recruitment Scam: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা গেল কোন বেঞ্চে? কী নির্দেশ হাইকোর্টের?

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু’টি মামলা সরিয়ে অন্য বিচারকের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন দেশের প্রধান বিচারপতি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞাণম বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে দু’টি মামলা সরিয়ে পাঠানো হচ্ছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। এখন থেকে বিচারপতি সিনহাই ওই দু’টি মামলার বিচার করবেন।

প্রসঙ্গত, সৌমেন নন্দী ও রমেশ মালিকের দায়ের করা প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু’টি মামলা নিয়েই বিবাদের সূচনা হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন প্রয়োজনে কুন্তল ঘোষের মুখোমুখি জেরায় বসানো হোক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যার বিরুদ্ধে সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছিলেন অভিষেক। একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ায়, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ওই দু’টি মামলার বিচারপ্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিমকোর্ট।

Related Articles