বৃহস্পতিবার সকালে প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৩১ শতাংশ।
পাশের হারের নিরিখে সকলকে টেক্কা দিয়েছে উত্তরের শৈল শহর কালিম্পং। সেখানে পরীক্ষার্থীদের মধ্যে পাশের হার সবথেকে বেশি। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েঢ়ে পূর্ব মেদিনীপুর জেলা ও তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।