চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফলেও জেলার জয়জয়কার! মেধা তালিকায় বিভিন্ন জেলা থেকে মোট ৫৭ জন পড়ুয়া স্থান করে নিয়েছে। পাশের হারের নিরিখে কলকাতা তৃতীয় স্থানে থাকলেও, মেধা তালিকায় স্থান করে নিতে পেরেছে মাত্র ১ জন পড়ুয়া।
এদিন মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, এবছর প্রথম দশে স্থান পেয়েছে ৫৭ জন পড়ুয়া। এরমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের ৭ জন করে রয়েছে। অন্যদিকে, মালদা, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, কোচবিহার, উত্তর চব্বিশ পরগনা, হুগলি ও নদিয়া থেকে ২ জন করে মেধাতালিকায় স্থান পেয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর ও কলকাতার ১ জন করে প্রথম দশে স্থান পেয়েছে।