গরুপাচার কাণ্ডে এনামুল ঘনিষ্ঠ জেনারুল শেখকে তলব করল সিবিআই। শুক্রবার সকালে জেনারুল শেখকে সিবিআই দফতরে হাজিরা দিতে নোটিশ দেওয়া হয়।
সিবিআইয়ের দাবি, এনামুল হক ও তাঁর তিন ভাগ্নের ঘনিষ্ঠ জেনারুল। গরুপাচারে যুক্ত থাকার অভিযোগে এর আগেই জেনারুলকে গ্রেফতার করেছিল সিআইডি। কিছুদিন আগে শর্তসাপেক্ষে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন জেনারুল। এবার সেই জেনারুলই সিবিআই স্ক্যানারে।