Sambad Samakal

Weather: আংশিক মেঘলা আকাশ, নিম্নমুখী তাপমাত্রার পারদ, বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

May 16, 2023 @ 9:06 am
Weather: আংশিক মেঘলা আকাশ, নিম্নমুখী তাপমাত্রার পারদ, বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

মঙ্গলবার সকাল থেকেই আংশিক মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, এক ধাক্কায় অনেকটাই নামতে চলেছে তাপমাত্রার পারদ। ফলে খানিকটা হলেও কমবে অস্বস্তিকর গরমের অনুভূতি। অন্যদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলোতেও একই রকমের ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশ।

Related Articles