Sambad Samakal

Gold Coins: মন্দিরের নিচে গুপ্তধনের সন্ধান! কোথায় উদ্ধার মোঘল আমলের সোনার কয়েন?

May 23, 2023 @ 11:59 am
Gold Coins: মন্দিরের নিচে গুপ্তধনের সন্ধান! কোথায় উদ্ধার মোঘল আমলের সোনার কয়েন?

মন্দির সংস্কারের কাজের জন্য মাটি খুঁড়ছিলেন একদল শ্রমিক। আর কিছুটা মাটি খুঁড়তেই চক্ষু চড়কগাছ সকলের। একটা-দু’টো নয় একসঙ্গে দেখা যাচ্ছে কয়েক’শো স্বর্নমুদ্রা! পরে জানা গেল, এই সোনার মুদ্রা যে-সে মুদ্রা নয়। খোদ মোঘল আমলে ব্যবহৃত স্বর্ণমুদ্রা।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নানৌতা এলাকায়। জানা যাচ্ছে, হোসেনপুর গ্রামের সতীধাম মন্দিরে প্রাচীরের কাজের সময়েই মোঘল আমলের প্রায় ৪০০ স্বর্ণমুদ্রা উদ্ধার হয়। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সেগুলি নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হাতে স্বর্ণমুদ্রাগুলি তুলে দেওয়া হবে।

Related Articles