Sambad Samakal

Graduation Course: চলতি শিক্ষাবর্ষ থেকেই চার বছরে স্নাতক ডিগ্রি! কী সিদ্ধান্ত রাজ্যের?

May 31, 2023 @ 12:07 pm
Graduation Course: চলতি শিক্ষাবর্ষ থেকেই চার বছরে স্নাতক ডিগ্রি! কী সিদ্ধান্ত রাজ্যের?

নয়া জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে তিন বছরের বদলে চার বছরে স্নাতক ডিগ্রি দেওয়ার প্রস্তাব করেছিল মোদি সরকার। আর সেই সিদ্ধান্ত চলতি শিক্ষাবর্ষ থেকেই লাগু হতে চলেছে পশ্চিমবঙ্গে!

বুধবার, রাজ্য উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই চার বছরের স্নাতক ডিগ্রি কোর্স চালু হচ্ছে। জানা যাচ্ছে, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে নতুন এই পদ্ধতিতে পাঠক্রম সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতির প্রস্তাব সম্পর্কে মতামত দেওয়ার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটির সুপারিশ মেনেই চার বছরের স্নাতক ডিগ্রি কোর্স রাজ্যে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বাম ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে মোদি সরকারের জাতীয় শিক্ষানীতির তীব্র বিরোধিতা করা হয়েছে।

Related Articles