Sambad Samakal

Durga Puja: গায়ে কাদা ছিটিয়ে বিজয়ার শুভেচ্ছা! কোথায় প্রচলিত এই অদ্ভুত রীতি?

Oct 25, 2023 @ 2:29 pm
Durga Puja: গায়ে কাদা ছিটিয়ে বিজয়ার শুভেচ্ছা! কোথায় প্রচলিত এই অদ্ভুত রীতি?

মর্ত্যের মায়া কাটিয়ে কৈলাশের উদ্দেশে পাড়ি দিয়েছেন উমা। এই উমা বিদায় পর্বে একে অন্যকে মিষ্টিমুখ করিয়ে বিজয়া উদযাপন করে আম জনতা। তবে এরাজ্যেই এমন একটি গ্রাম রয়েছে, যেখানে মিষ্টিমুখ করিয়ে নয়, গায়ে কাদা ছিটিয়ে পালন করা হয় বিজয়া দশমী।

হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাঁকুড়ার ঝগড়াই গ্রামে প্রচলিত রয়েছে এই অদ্ভুত রীতি। বিগত প্রায় দুশো বছর ধরে এই প্রথাই মেনে আসছেন গ্রামের মানুষ।

গ্রামের মধ্যেই রয়েছে ঝগড়াই ভঞ্জনি দেবীর মন্দির। প্রতিবছর বিজয়া দশমীর দিন, ওই মন্দিরের সামনেই কাদা খেলায় মেতে ওঠে আম জনতা। গ্রামের ৭টি পুকুরে জল এনে ঢালা হয় মন্দিরের সামনে। তারপরে ওই জল-কাদার মধ্যেই কাদা খেলায় মেতে ওঠেন সকলে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চলে এই খেলা। গ্রামের বাচ্চা থেকে বয়স্ক, সকলেই অংশগ্রহণ করেন এই অদ্ভুত খেলায়।

Related Articles