বড়দিনের আগে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭০০-রও বেশি মানুষ।
একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৪২০ জন। প্রসঙ্গত, করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন.১-এর জেরেই এই সংক্রমণ বৃদ্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।