বরখাস্ত হওয়া উপাচার্য বুদ্ধদেব সাউয়ের আয়োজিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ‘বেআইনি’! মঙ্গলবার স্পষ্ট ভাষায় এমনটাই জানিয়ে দিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। রাজ্যপালের ঘোষণা অনুযায়ী সমাবর্তন অনুষ্ঠান বেআইনি হলে, সেখান থেকে পড়ুয়াদের দেওয়া শংসাপত্রও বেআইনি। ফলে বিপদের মুখে পড়ল যাদবপুরের পড়ুয়াদের ভবিষ্যতও।
যদিও এই রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস জানিয়েছেন, পড়ুয়াদের যাতে এর ফলো কোনও সমস্যা না হয়, সেইজন্য আইনজীবীদের পরামর্শ নেবেন তিনি। তবে শেষপর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আচার্যের এই দ্বন্দ্ব কবে শেষ হয়, সেটাই এখন দেখার।