ফুটবলের ইতিহাসে দীর্ঘতম বিশ্বকাপ! হ্যাঁ, ঘোষণা হয়ে গেল ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের দিনক্ষণ। জানা যাচ্ছে, ২০২৬ সালের ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপ। প্রথম ম্যাচ খেলা হবে মেক্সিকোর আকটেকা স্টেডিয়ামে।
ফিফা’র তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকছে মোট ৩টি দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই তিন দেশের ১৬টি শহরে আয়োজিত হবে ফুটবল বিশ্বকাপের ম্যাচ। মোট ৩৯ দিন ধরে চলবে খেলা, যা ফুটবলের ইতিহাসে দীর্ঘতম। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে খেলা হবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।