Sambad Samakal

Locusts Attack: ফের ভারতে হানা দিতে পারে পঙ্গপালের দল! কী সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের?

Feb 20, 2024 @ 8:17 am
Locusts Attack: ফের ভারতে হানা দিতে পারে পঙ্গপালের দল! কী সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের?

ফের ভারতে হানা দিতে পারে পঙ্গপালের দল! আর তার জেরেই ছারখার হয়ে যেতে পারে কৃষিজমির ফসল। ভারতকে আগামা সতর্কবার্তায় এমনটাই জানাল রাষ্ট্রপুঞ্জের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন।

সম্প্রতি সিঙ্গাপুর ন্যাশানাল ইউনিভার্সিটির গবেষকরা একটি গবেষণাপত্র প্রকাশ করেন। সেই রিপোর্টের উল্লেখ করে এফএও জানিয়েছে, মূলত জলবায়ু পরিবর্তনের জন্যই পঙ্গপালের বংশবৃদ্ধি ২৫ শতাংশ বেড়েছে। আর এই পঙ্গপাল সর্বোচ্চ ১০০ কিলোমিটার পথ অতিক্রম করে যেকোনও জমির ফসলের ক্ষতি করতে পারে। তাই আগেভাগেই কৃষক ও সরকারের দৃষ্টিআকর্ষণ করে এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।

Related Articles