Sambad Samakal

Weaher: চৈত্রেই চল্লিশ ছোঁবে তাপমাত্রার পারদ! কী সতর্কতা হওয়া অফিসের?

Mar 29, 2024 @ 2:26 pm
Weaher: চৈত্রেই চল্লিশ ছোঁবে তাপমাত্রার পারদ! কী সতর্কতা হওয়া অফিসের?

সবে চৈত্রের ১৫ তারিখ। হিসাব বলছে, ফাল্গুন শেষ হতে বাকি এখনও ১৫ দিন। কিন্তু আবহাওয়া সেকথা বলছে না। মাঝ চৈত্রেই দাপট দেখাতে শুরু করেছে তীব্র দাবদাহ। সতর্ক করে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৈশাখের আগেই এবার পশ্চিমের জেলাগুলিতে ৪০ ছুঁয়ে ফেলবে তাপমাত্রার পারদ। তীব্র দাবদাহে নাজেহাল হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। সেইসঙ্গে রাজ্যের কিছু কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।
শুক্রবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াসে।

Related Articles