ভোটের মুখে আক্রান্ত রাণাঘাটের বিজেপি প্রার্থী! জানা যাচ্ছে, বৃহস্পতিবার শান্তিপুরে ভোটপ্রচারে গিয়েছিলেন রাণাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। সেই সময়েই মাঠপাড়া এলাকায় কয়েক জন মদ্যপ যুবক তাঁর গাড়ির ওপর চড়াও হয় বলে অভিযোগ।
বাঁশ, লাঠি দিয়ে মেরে জগন্নাথ সরকারের গাড়ির ক্ষতি করা হয়। তাঁর সঙ্গে থাকা কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা কোনওক্রমে এলাকা থেকে বেরিয়ে আসেন। এই ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশন ও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী। অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিদের দিকে।