Sambad Samakal

Arup Biswas: তীব্র দাবদাহে বিদ্যুৎ পরিষেবা সচল রাখতে কী নির্দেশ মন্ত্রী অরূপের?

Apr 19, 2024 @ 4:34 pm
Arup Biswas: তীব্র দাবদাহে বিদ্যুৎ পরিষেবা সচল রাখতে কী নির্দেশ মন্ত্রী অরূপের?

তীব্র দাবদাহে জ্বলছে গোটা রাজ্য। কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪০ থেকে ৪২ ডিগ্রির আশেপাশে। পশ্চিমাঞ্চলের জেলাগুলির অবস্থা আরও মারাত্মক। কলকাতা সহ দক্ষিণবঙ্গে জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এই পরিস্থিতিতে বিদ্যুতের চাহিদাও পাল্লা দিয়ে বাড়ছে অস্বাভাবিক হারে। ঘরে ঘরে বেড়েছে ফ্যান, এসি, কুলারের ব্যবহার। আর তাই পরিষেবা নিরবচ্ছিন্ন রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ দফতরের কাছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বিদ্যুৎ উন্নয়ন ভবনে নিজের দফতরে সিইএসসি’র শীর্ষ অধিকারীদের সঙ্গে জরুরিকালীন বৈঠক করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর সাফ বার্তা, যে কোনও পরিস্থিতিতেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা চালু রাখতে হবে। এমনকী, মন্ত্রীর নির্দেশ, “কোথাও বিদুৎ বিভ্রাট হলে আগে উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর চালিয়ে পরিষেবা সচল রাখার ব্যবস্থা করুন, তারপরে ফল্ট সারান।”
বৈঠকে দফতরের শীর্ষ আধিকারিকদের মন্ত্রী বলেন, কোথাও কোনও যান্ত্রিক গোলযোগ হলে সঙ্গে সঙ্গে সে বিষয়ে এসএমএস-এর মাধ্যমে জানাতে হবে গ্রাহকদের। যাতে কোথাও কোনও ভুল বোঝাবুঝি তৈরি না হয়। পাশাপাশি যান্ত্রিক গোলযোগ মেরামতের সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার বিষয়ে বারবার জোর দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি মোবাইল রিপেয়ারিং ভ্যান ও লোকসংখ্যা বাড়ানোর জন্যও এদিন সিইএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু ও পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান পিবি সেলিম।

Related Articles