লোকসভা ভোটের মধ্যেই স্বস্তি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। শুক্রবার সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন তিনি। আগামী ১ জুন পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ, ২ জুন আদালতের কাছে আত্মসমর্পণ করতে হবে কেজরিওয়ালকে। আগামী ২৫ মে নির্বাচন দিল্লির সাতটি লোকসভা আসনে। তার আগে জামিনে মুক্তি পাওয়ায় দলের হয়ে প্রচার করতে আর কোনও বাধা রইল না আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের।
editor