রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ‘শ্লীলতাহানির’ অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। আর এরমধ্যেই বৃহস্পতিবার রাজভবনের তরফে ঘটনার দিনের সিসি ক্যামেরার কিছু ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে। তাতে প্রকাশ্যে চলে এসেছে অভিযোগকারীণীর মুখ! আর এই ঘটনাকে কেন্দ্র করেই ফের শুরু হয়েছে তীব্র বিতর্ক।
প্রসঙ্গত, এদিন রাজভবনের তরফে ১ মিনিট ৯ সেকেন্ডের একটি সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে। মূলত রাজভবনের নর্থ গেটের ফুটেজে অভিযোগকারীণী মহিলাকে দেখা যাচ্ছে। কেন এভাবে ‘শ্লীলতাহানি’র অভিযোগকারীণীর মুখ প্রকাশ্যে আনা হল, সেই বিষয়ে সরব হয়েছে বিভিন্ন মহল।
তীব্র আপত্তি জানিয়েছেন, স্বয়ং অভিযোগকারীণীও। তাঁর প্রশ্ন, রাজ্যপাল কেন পুলিশি তদন্ত করতে দিচ্ছেন না, তাহলে কি তিনি কিছু আড়াল করতে চাইছেন? তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “ওই সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করে রাজ্যপাল কী প্রমাণ করতে চাইছেন বুঝতে পারছি না। ঘটনার সময়ে অভিযোগকারীণী ও রাজ্যপাল যেখানে ছিলেন, সেই ফুটেজ প্রকাশ্যে আনা হয়নি।” অন্যদিকে, রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, রাজ্যপাল নিশ্চয়ই সংবেদনশীলতার সঙ্গে গেটা বিষয়টি দেখবেন।