Sambad Samakal

জন্মজয়ন্তী উৎসব তিন দিন, বঙ্কিম-ভূমের আবেগকে মর্যাদা মুখ্যমন্ত্রীর

Jun 27, 2021 @ 2:43 pm
জন্মজয়ন্তী উৎসব তিন দিন, বঙ্কিম-ভূমের আবেগকে মর্যাদা মুখ্যমন্ত্রীর

বঙ্কিম-ভূম নৈহাটির আবেগকে মর্যাদা দিয়ে তিন দিনব্যাপী বঙ্কিম জন্মোৎসব পালনের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ জুনের পরিবর্তে তাই এবারই প্রথম ২৬ জুন বঙ্কিম জন্মোৎসবের সূচনা হল নৈহাটি বঙ্কিম ভবনে। চলবে ২৮ জুন পর্যন্ত।
নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক জানান, প্রতি বছর নৈহাটির মানুষ বঙ্কিম জন্মজয়ন্তী পালন করতেন বাংলার ১৩ আষাঢ় অর্থাৎ ২৮ জুন। কিন্তু দেশ জুড়ে সাহিত্য সম্রাটের ইংরাজি জন্মতারিখ ২৬ জুন ধরেই জন্মজয়ন্তী পালিত হয়। একথা কানে পৌঁছতেই উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত নেন, ২৬ জুন থেকে ২৮ জুন, তিনদিন ব্যাপী বঙ্কিমের জন্মজয়ন্তী পালিত হবে বঙ্কিমের জন্মভিটেতে অবস্থিত নৈহাটির বঙ্কিম ভবনে। সেই মতোই পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ, বঙ্কিম-ভবন গবেষণা কেন্দ্র, উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও নৈহাটি পুরসভার যৌথ ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী সাহিত্য সম্রাটের এই জন্মজয়ন্তী উৎসব পালিত হচ্ছে বলে জানান বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ ড. রতনকুমার নন্দী।
শনিবার, ২৬ জুন বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তি ও জন্মস্থানে মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমেই সূচনা হয় অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, নৈহাটির মুখ্য পুরপ্রশাসক অশোক চট্টোপাধ্যায়, উত্তর ২৪ পরগনার ডিআইসিও দেবাশিস দত্ত, ব্যারাকপুরের এসডিআইসিও প্রদীপ্ত আচার্য প্রমুখ।

Related Articles