Sambad Samakal

By Election: মানসের ফাঁকা আসনে রাজ্যসভায় যাচ্ছেন সুস্মিতা

Sep 14, 2021 @ 6:52 pm
By Election: মানসের ফাঁকা আসনে রাজ্যসভায় যাচ্ছেন সুস্মিতা

রাজ্যসভায় মানস ভুঁইয়ার ফাঁকা আসনে সুস্মিতা দেবকে প্রার্থী করল তৃণমূল। ২০২৩-এ ত্রিপুরার মহিলা ভোটকে নজরে রেখেই ঘাসফুল শিবিরের এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আগামী ৪ অক্টোবর রাজ্যসভায় পশ্চিমবঙ্গের এই আসনটি সহ দেশের মোট ছয়টি আসনে উপনির্বাচন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। গণনা হবে ওইদিনই।

কিছুদিন আগেই তৃণমূলে যোগ দেন দুঁদে কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেব। অসম এবং ত্রিপুরায় তৃণমূলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেব তৃণমূলে যোগ দিয়েই বলেছিলেন, ‘ত্রিপুরায় মোট জনসংখ্যার প্রায় ৪৯ শতাংশ মহিলা। মহিলাদের একটা ভিন্ন ভোট ব্যাঙ্ক রয়েছে। মহিলাদের ইউনিক চাহিদা যদি কেউ বোঝেন, সেটা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ স্বাভাবিক ভাবেই তাঁকে রাজ্যসভায় প্রার্থী করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের বাড়তি গুরুত্ব বোঝালেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles