Sambad Samakal

দশ দেশের আন্তর্জাতিক সাহিত্য উৎসব

May 9, 2021 @ 10:38 am
দশ দেশের আন্তর্জাতিক সাহিত্য উৎসব

নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সমমনস্ক মানুষের বিদগ্ধ আলোচনার তাগিদেই তৈরি হয়েছে ডায়লগইন প্ল্যাটফর্মটির। আর সেই প্ল্যাটফর্মেই তিন দিন ধরে চলল আলোচনা- ডায়লগইন গ্লোবাল বেঙ্গলি লিট ফেস্ট। দুই বাংলার সাহিত্যিকরা তো ছিলেনই এছাড়াও এই সাহিত্য উৎসব ঋদ্ধ হয়েছে নাইজেরিয়া, জার্মানি, নেদারল্যান্ড, ইংল্যান্ড, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং পাকিস্তানের প্রতিনিধিদের আলোচনায়। কবিতার শ্রাব্য রূপ হোক বা ইন্টারনেট যুগে বাংলা সাহিত্যের ভবিষ্যৎ ও ভাষার বিবর্তন সহ নানা আকর্ষক বিষয়ে আলোচনা করেন দশটি দেশের ৫২ জন প্রতিনিধি।
আলোচক তালিকাও বেশ আকর্ষণীয় – বাংলাদেশের একুশে পদক প্রাপ্ত সাহিত্যিক আব্দুল গফর চৌধুরি, সেলিনা হোসেন যেমন ছিলেন এপার বাংলার জনপ্রিয় নাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রীজাত ও সুবোধ সরকারও ছিলেন বক্তার তালিকায়। গত ৬ই মে থেকে ৮ই মে টানা তিন দিন চলে এই আকর্ষক সাহিত্য উৎসব।

Related Articles