ব্যালট না ইভিএম! কীভাবে দেশজুড়ে ভোটদান হবে আগামী দিনে? একাধিক মামলার শুনানিতে শুক্রবার ঐতিহাসিক রায় দিল দেশের সুপ্রিমকোর্ট। জানিয়ে দেওয়া হল, ব্যালট পেপার নয়, আগামী দিনে ইভিএমের মাধ্যমেই হবে ভোটগ্রহণ।
এরসঙ্গেই ইভিএমের সঙ্গে থাকা ১০০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ গোনারও আর্জি জানানো হয়েছিল মামলাকারীদের তরফে। এদিন সেই আর্জিও খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্ট। জানানো হয়েছে, ইভিএমের সঙ্গে ১০০ শতাংশ ভিটিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার কোনও প্রয়োজন নেই। ফলে সাধারণ নির্বাচন চলাকালীনই বড়সড় স্বস্তি পেল জাতীয় নির্বাচন কমিশন।