দ্বিতীয় দফার ভোটে ‘পরিকল্পিত’ ইভিএম বিভ্রাট! নির্বাচন কমিশনের দারস্থ তৃণমূল কংগ্রেস। শুক্রবার সকালে ভোট শুরুর পর থেকেই রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিংয়ের একাধিক এলাকা থেকে ইভিএম ও ভিভিপ্যাট মেশিন বিভ্রাটের খবর আসতে থাকে। তৃণমূলের অভিযোগ সকাল ৭টা থেকে ৯টা মাত্র দু ঘণ্টায় ৫০টিরও বেশি ইভিএম বিভ্রাটের অভিযোগ এসেছিল তাদের কাছে।
সেই সমস্ত অভিযোগ কমিশনের পাঠানোর পরে, কয়েকটি ক্ষেত্রে সমস্যার সমাধান হলেও অধিকাংশ ক্ষেত্রে এখনও বিভ্রাট রয়েছে। তাই ভোটারদের কথা মাথায় রেখে দ্রুত এই সমস্যা সমাধানের আর্জি জানানো হয়েছে। পাশাপাশি, কীভাবে দ্বিতীয় দফার ভোটে এত পরিমাণে ইভিএম ও ভিভিপ্যাট বিভ্রাট হল, সেই বিষয়েও পূর্ণাঙ্গ তদন্তের দাবি করা হয়েছে তৃণমূলের তরফে।