Sambad Samakal

Medical: নিট ছাড়াই এমবিবিএস কোর্স, বিল পাশ বিধানসভায়

Sep 13, 2021 @ 11:56 pm
Medical: নিট ছাড়াই এমবিবিএস কোর্স, বিল পাশ বিধানসভায়

দিতে হবে না নিট পরীক্ষা। এবার থেকে দ্বাদশ শ্রেণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই এমবিবিএস কোর্সে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। অর্থাৎ নিট ছাড়াই পড়া যাবে ডাক্তারি। সোমবার তামিলনাড়ু বিধানসভায় এই বিল পাস হয়। শিক্ষা মহল মনে করছে, ছাত্রছাত্রীদের স্বার্থে আগামিতে একই পথে হাঁটতে পারে পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যগুলিও।

জানা গিয়েছে, সর্বভারতীয় নিট পরীক্ষা থেকে নিজেদের নাম সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে তামিলনাড়ু। এদিন তামিলনাড়ু বিধানসভায় পাস হওয়া নতুন বিলটির নাম ‘তামিলনাড়ু অ্যাডমিশন টু মেডিক্যাল ডিগ্রি কলেজ বিল’। দেশে চিকিৎসায় ভর্তির একমাত্র পরীক্ষা নিট-এর মাধ্যমে যাতে রাজ্যের ছাত্র-ছাত্রীদের মান নির্ণয় না করা হয়, তা নিশ্চিত করাই বিলটির লক্ষ্য। তবে চিকিৎসায় ভর্তি নিয়ে কেন্দ্রের যে নীতি, এই বিল তার সম্পূর্ণ বিরোধী। সে ক্ষেত্রে রাষ্ট্রপতি অনুমোদন না দিলে নতুন নিয়ম কার্যকর হবে না।

Related Articles