শুক্রবার সকাল থেকেই দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট, বাংলার এই তিন আসনে শুরু হয়েছে ভোটদান পর্ব। দার্জিলিং লোকসভা থেকে সেরকম ভাবে কোনও অভিযোগ উঠে না এলেও, বালুরঘাট ও রায়গঞ্জ থেকে কার্যত ভুরি-ভুরি অভিযোগ উঠে আসছে। ইতিমধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রায়গঞ্জ ও বালুরঘাট মিলিয়ে ৬০টি অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনে। যার মধ্যে বেশ কয়েকটি ইভওএম মেশিন খারাপ, ভোটারদের ভয় দেখানো, রাজনৈতিক অশান্তি সহ একাধিক অভিযোগ রয়েছে।
অন্যদিকে, বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার পাল্টা তৃণমূল শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, গঙ্গারামপুরে নাড়ুই বুথে ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এছাড়াও ইটাহারের কয়েকটি যায়গায় এই একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ সুকান্তর।