লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে বালুরঘাট। এবার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদাররকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থকরা। পাল্টা বিক্ষোভকারীদের দিকে বেড়ে গেলেন বিজেপি প্রার্থী।
জানা যাচ্ছে, এদিন সকালো বালুরঘাটের তপন এলাকায় বিজেপির বুথ এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রার্থী সুকান্ত মজুমদার। বুথের সামনে যেতেই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। পাল্টা তাঁদের দিকে তেড়ে যান সুকান্ত। বিশাল পুলিশবাহিনী কোনক্রমে পরিস্থিতি শান্ত করে। তবে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।