Sambad Samakal

ভক্তদের জন্য পুরীর মন্দির খোলা হতে পারে ২৬ জুলাই

Jun 17, 2021 @ 8:05 pm
ভক্তদের জন্য পুরীর মন্দির খোলা হতে পারে ২৬ জুলাই

ভক্তদের জন্য পুরীর মন্দিরের দরজা খুলতে পারে ২৬ জুলাই। বৃহস্পতিবার একথা জানালেন পুরীর মন্দিরের মুখ্য প্রশাসক তথা ওড়িশার ডিস্ট্রিক্ট কালেক্টর কিষাণ কুমার।
এর মাঝেই ১২ জুলাই করোনা বিধি মেনেই ভক্ত সমাগম ছাড়াই ছাড়াই রথযাত্রা উৎসব পালিত হবে জগন্নাথ ধামে। ১৯ জুলাই উল্টো রথ। ওইদিন মাসির বাড়ি থেকে ফিরে বিধি মেনে আরও চার দিন বলরাম ও সুভদ্রকে সঙ্গে নিয়ে মন্দিরের সামনে রথেই থাকবেন জগন্নাথ মহাপ্রভু। ২৩ জুলাই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন দেবতারা। রথের সময় পুরীতে কার্ফু জারি থাকবে বলে জানান ওড়িশার স্পেশাল রিলিফ কমিশনার প্রদীপ জেনা। তিনি আরো জানিয়েছেন, কেবলমাত্র করোনা নেগেটিভ ও টিকার দুই ডোজ নেওয়া ব্যক্তিরাই রথযাত্রায় অংশ নিতে পারবেন।
সূত্রের খবর, রথপর্ব মেটার পর ২৪ জুলাই ওড়িশা সরকার ভক্তদের জন্য মন্দির খোলার কথা ঘোষণা করতে পারে। তবে মন্দির খুললেও জগন্নাথ দেবের দর্শনের অনুমতির ক্ষেত্রে কড়া কোভিড বিধি মানবে নবীন পটনায়েকের সরকার। জানা গিয়েছে, কোভিড টিকার দুটি ডোজ নেওয়া হয়েছে, এমন ব্যক্তিদের টিকাকরণের সার্টিফিকেট দেখেই মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
উল্লেখ্য, করোনা আবহে ভক্তদের জন্য পুরীর মন্দিরের দরজা বন্ধ থাকলেও মন্দিরের ভিতরে চলছে নিত্যপুজো। কোভিডবিধি মেনেই পুজোর কাজ করছেন সেবায়েতরা।

Related Articles