Sambad Samakal

বাংলার বাঘিনী মমতা: শিবসেনা

Mar 5, 2021 @ 12:05 pm
বাংলার বাঘিনী মমতা: শিবসেনা

বিধানসভা ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাংলার বাঘিনী’ বলে মন্তব্য করল শিবসেনা। জানিয়ে দিল, তৃণমূলকে সমর্থন করতে একুশের নির্বাচনে পশ্চিমবঙ্গে কোনও প্রার্থী দেবে না উদ্ধব ঠাকরের দল। বৃহস্পতিবার টুইট করে একথা জানান শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। টুইটে তৃণমূলনেত্রীর লড়াইয়ের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘মমতা দিদিই বাংলার আসল বাঘিনী।’

একদিকে ধর্ম নিরপেক্ষ সংযুক্ত মোর্চার ‘মহাজোট’, অন্যদিকে বিজেপির উগ্র হিন্দুত্ববাদের চাপে এবার বাংলার ভোট সমীকরণ অন্যান্যবারের চেয়ে বেশ খানিকটা আলাদা। কিন্তু তারমধ্যেই বাংলার মসনদ ধরে রাখতে মরিয়া শাসক তৃণমূলও। এই পরিস্থিতিতে উদ্ধব ঠাকরে ও তাঁর দলের প্রকাশ্য সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়তি মাইলেজ দেবে বলে মনে করছে রাজনৈতিক মহলের
একাংশ।
টুইটে সঞ্জয় রাউত লিখেছেন, ‘অনেকেই জানতে চাইছেন যে আমরা পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী দেব কিনা। কিন্তু শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে স্পষ্ট জানিয়েছেন, আমরা পশ্চিমবঙ্গে কোনও প্রার্থী দেব না।’ তাঁর কথায়, ‘বাংলার রাজনৈতিক অবস্থা দেখে মনে হচ্ছে লড়াইটা দিদি বনাম সবার।’ মমতার এই লড়াই তিনটি ‘এম’, ‘মানি’ (অর্থ), ‘মাসল’ (শক্তি), ও ‘মিডিয়া’ (গণমাধ্যম)-এর বিরুদ্ধে বলেও উল্লেখ করেছেন রাউত।

Related Articles