Sambad Samakal

বিজেপিতে যোগ বাচ্চু হাঁসদার, শুভেন্দু-রাজীবের পর ফের গড় ভাঙল শাসকের

Mar 10, 2021 @ 6:59 pm
বিজেপিতে যোগ বাচ্চু হাঁসদার, শুভেন্দু-রাজীবের পর ফের গড় ভাঙল শাসকের

বুধবার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে দিলীপ ঘোষ এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা। এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন নদিয়ার তেহেট্টর বিধায়ক গৌরীশঙ্কর দত্তও। বাচ্চু হাঁসদা এবং গৌরীশঙ্কর দত্ত­­­ দুজনকেই এবারের বিধানসভা ভোটে টিকিট দেননি তৃণমূল সুপ্রিমো।

বাচ্চু হাঁসদা তপন বিধানসভা থেকে দু’বার বিধায়ক নির্বাচিত হন। পাশাপাশি তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রীও বটে। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচেন তৃণমূল থেকে টিকিট পাননি বাচ্চুবাবু। তাই দক্ষিণ দিনাজপুরের আদিবাসী মুখ তথা মন্ত্রী বিষন্ন। সোমবার কলকাতায় মুকুল রায়ের সঙ্গে দেখা করেন তিনি। মঙ্গলবার বাচ্চুবাবুর মান ভাঙাতে তাঁর তপনের বাড়িতে গিয়ে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার সদস্য অর্পিতা ঘোষ। এরপর মঙ্গলবার সকালে কলকাতা থেকে তপনে ফেরেন বাচ্চু। অর্পিতাও সাতসকালে বাচ্চুর বাড়িতে পৌঁছে যান। মুখোমুখি কথা বলেন। প্রায় দু’ঘণ্টা কথাবার্তা হয়। কিন্তু শেষরক্ষা হল না। বুধবার হেস্টিংসে বিজেপিতে যোগদান করলেন।

Related Articles