কলের পুতুল! চু্ঁচুড়ার নির্বাচনী জনসভা থেকে বুধবার নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী মোদির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগও তুললেন তিনি।
এদিন মমতা বলেন, “নরেন্দ্র মোদি বিজ্ঞাপন দিয়ে বলছে, ৭০ বছর বয়স অবধি বিনা পয়সায় চিকিৎসা দেব। নির্বাচন চলাকালীন এই কথা বলতে পারে না। নির্বাচনের আগে কেন বলেনি! এটা আদর্শ আচরণবিধি লঙ্ঘন। কিন্তু ওনাকে’তো কিছু বলবে না। কমিশন’তো একটা কলের পুতুল। আড়াই মাস ধরে উন্নয়নের সমস্ত কাজ বন্ধ করে নির্বাচন চলছে। এই গরমের মধ্যে মানুষের কত কষ্ট হচ্ছে জানেন! ওরা’তো এসি ঘরে বসে আছে। বাইরে এসে দেখুক! শুধু মোদি বাবুকে সুযোগ করে দিতে, বাংলার বিরুদ্ধে অন্যার করেছিল বলে, এক জন নির্বাচন কমিশনার পদত্যাগ করে চলে গিয়েছিল।”