ইন্ডিয়া জোট সরকারকে বাইরে থেকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস! বুধবার চুঁচুড়ার জনসভা থেকে ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এবারের নির্বাচনে বিজেপিকে হারিয়ে সরকার গঠন করবে ইন্ডিয়া জোট।
এদিন মমতা বলেন, “প্রথম চার দফার ভোটে বিজেপি হারছে। পরের তিন দফাতেও জেতার কোনও সম্ভাবনা নেই। চিৎকার-জুমলাবাজি করেও লাভ হবে না। অনেকেই অনেক অঙ্ক কষছেন। বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না, ওরা বিজেপির সঙ্গে রয়েছে। আমি দিল্লির কথা বলছি। ওখানে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, তৃণমূল কংগ্রেস বাইরে থেকে সরকার গঠন করে দেবে। যাতে বাংলার মা-বোনেদের কেউ অসম্মান না করে, ১০০ দিনের টাকা যাতে না আটকায়।”