Sambad Samakal

জেলার নিরিখে কত শতাংশ ভোট পড়ল দ্বিতীয় দফার নির্বাচনে?

Apr 2, 2021 @ 6:21 pm
জেলার নিরিখে কত শতাংশ ভোট পড়ল দ্বিতীয় দফার নির্বাচনে?

রৌদ্রের দাবদাহ এবং বিক্ষিপ্ত অশান্তি উপেক্ষা করেই রেকর্ড ভোট পড়েছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচনে। সকাল সাতটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত মোট ভোট পড়েছে ৮৬.০৮ শতাংশ। নির্বাচনের পরেরদিন, শুক্রবার হিসেব কষে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার দ্বিতীয় দফায় রাজ্যের চারটি জেলা- দুই মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনার মোট ৩০টি আসনে ভোট ছিল। এই ৩০টি আসনে মোট ভোট পড়েছে ৮৬.০৮ শতাংশ। যার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। যদিও এই জেলা থেকেই সবচেয়ে বেশি অশান্তির খবর মিলেছে। এই জেলায় মোট ভোট পড়েছে ৮৭.২৪ শতাংশ। এর মধ্যে কেবল হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে ভোট পড়েছে ৮৬ শতাংশ। এরপর ভোটদানের হারে দ্বিতীয় স্থানে রয়েছে বাঁকুড়া, ৮৬.৯০ শতাংশ ভোট পড়েছে। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে মোট ভোট পড়েছে ৮৬.৫৬ শতাংশ। আর তুলনামূলকভাবে সবচেয়ে কম ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে, ৮৭.২৪ শতাংশ।

Related Articles