Sambad Samakal

রাজ্যবাসীকে টিকাকরণের জন্য ১০০ কোটির তহবিল, ঘোষণা মমতার

Apr 21, 2021 @ 6:53 pm
রাজ্যবাসীকে টিকাকরণের জন্য ১০০ কোটির তহবিল, ঘোষণা মমতার

রাজ্যে এখনই লকডাউন নয়। বুধবার সাংবাদিক বৈঠক করে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি বলেন, রাজ্যবাসীকে কোভিড টিকা দেওয়ার জন্য ১০০ কোটি টাকার তহবিল রয়েছে। এখনও পর্যন্ত ১ কোটির কাছাকাছি টিকার ডোজ দেওয়া হয়েছে। শীঘ্রই আরও ১ কোটি দেওয়া হবে।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়লেও আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে ভর্তি করোনা রোগীর পরিসংখ্যান দিয়ে তিনি  বলেন, ‘সেফ হাউসের সঙ্গে অনেকগুলি হাসপাতালকে যুক্ত করেছি। রাজ্যে ১১ হাজার বেড আছে। ১৩ হাজার হয়ে যাবে শীঘ্রই। ২৪ ঘণ্টা কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকছে। ৭০ জন চিকিৎসককে ২৪ ঘণ্টা ফোনে পাওয়া যাবে। টিকাকরণের ব্যবস্থাও করছি। চিকিৎসার জন্য তিনটি ধাপ করা হচ্ছে। গুরুতর অবস্থার রোগীদের হাসপাতালে ভর্তি করা হবে। তেমন না বলে হোম আইসোলেশনে থাকবেন আক্রান্তরা।’ কোনো রোগী যাতে ফেরত না যায় সে ব্যাপারে হাসপাতালগুলিকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অক্সিজেনের দাম নিয়ন্ত্রণে নজর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অন্যদিকে, ভোটমুখী বাংলায় হাসপাতালে বা সেফ হোমে ভর্তি করোনা আক্রান্তরাও যাতে গণতন্ত্র অধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য নির্বাচন কমিশনের কাছে করোনা রোগীদের পোস্টাল ব্যালটে ভোট করানোর আবেদন জানিয়েছেন মমতা।

Related Articles