Sambad Samakal

চিকিৎসা ক্ষেত্র ছাড়া অন্যত্র অক্সিজেন ব্যবহারে নিষেধাজ্ঞা কেন্দ্রের

Apr 26, 2021 @ 11:23 am
চিকিৎসা ক্ষেত্র ছাড়া অন্যত্র অক্সিজেন ব্যবহারে নিষেধাজ্ঞা কেন্দ্রের

পশ্চিমবঙ্গ আগেই পদক্ষেপ করেছিল। এবার কেন্দ্রীয় সরকারও সেই পথে হাঁটল। বর্তমান করোনা সংকট মোকাবিলায় চিকিৎসা ক্ষেত্র ছাড়া অন্য সমস্ত ক্ষেত্রে অক্সিজেন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল। সমস্ত রাজ্যের জন্যই এই নিষেধাজ্ঞা বলে রবিবার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। বর্তমান করোনা পরিস্থিতিতে অক্সিজেন সংকট মোকাবিলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হল। ইতিমধ্যে এই নির্দেশিকা সমস্ত রাজ্যে পাঠানো হয়েছে বলেও কেন্দ্রের তরফে জানানো হয়েছে।

উল্লেখ্য, দেশজুড়ে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। অক্সিজেনের হাহাকার দেখা দিয়েছে। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও। এই পরিস্থিতিতে দিন দুয়েক আগেই পশ্চিমবঙ্গে শিল্পক্ষেত্রে অক্সিজেন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা ও অক্সিজেন সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত বলে তিনি জানিয়েছিলেন।

Related Articles