ভোট প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার হুডখোলা গাড়িতে প্রচার করছিলেন অগ্নিমিত্রা। দাঁতনের কুসমি এলাকায় তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান একদল মানুষ। বিজেপি প্রার্থীকে কালো পতাকা দেখানো হয়। বিক্ষোভকারীদের হাতে কালো পতাকার পাশাপাশি ছিল তৃণমূলের দলীয় পতাকাও। কালো পতাকা হাতে নিয়ে বেশ কয়েক জন মহিলা স্লোগান দিতে থাকেন। ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন অগ্নিমিত্রা। তৃণমূলের দাবি, এখানে তাদের কোনও হাত নেই। মানুষ সর্বাত্মক ভাবে বিক্ষোভ দেখাচ্ছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিজেপি প্রার্থীকে কালো পতাকা দেখানো হয়েছে।
editor